প্রিন্ট করুন প্রিন্ট করুন

টেনিসকে হঠাৎ গুডবাই ইভানোভিচের

ক্রীড়া ডেস্ক: হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন এক সময়ের বিশ্বসেরা টেনিস তারকা আনা ইভানোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিও বার্তায় পরশু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই সার্বিয়ান।

কী কারণে হঠাৎ টেনিস থেকে অবসর নিলেন ইভানোভিচ এ নিয়ে তেমন কিছুই জানাননি। তবে চোটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। বলেন, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হচ্ছি। আমি বেশ কয়েক বছর ধরেই ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছি। হাইলেভেলে খেলতে হলে ইনজুরিমুক্ত থাকা দরকার। আমি ভালো পারফরম করতে পারছি না। তাই এটাই আমার সেরা সময় টেনিসকে বিদায় জানানোর।’

মনিকা সেলেসকে দেখে পাঁচ বছরেই র‌্যাকেট হাতে তুলে নেওয়া এই টেনিস সুন্দরী ২০০৮-এ ফরাসি ওপেন জেতেন। ওই বছরই বিশ্বের এক নম্বর টেনিস তারকা হন। অবসরের আগে ১৫টি শিরোপা  জেতেন তিনি।

বর্তমান টেনিসের বিশ্বর‌্যাংকিংয়ে ৬৩তম স্থানে থাকা ইভানোভিচ ইউনিসেফের সঙ্গে সম্পৃক্ত। অবসরের পর প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে চান তিনি। এ ব্যাপারে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে অনেক কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন করব আমি। এছাড়া আমি ফ্যাশন ডিজাইনিংয়েও মনোযোগ দিতে চাই।’

চলতি বছরের জুলাইয়ে এক বছর

প্রেমের পর জার্মান ফুটবল তারকা

বাস্তিয়ান সোয়াইনস্টেগারকে বিয়ে করেন ইভানোভিচ। মূলত এরপর থেকে টেনিস

থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। এবার পুরোপুরি সরে দাঁড়ালেন এই টেনিস সুন্দরী।