Print Date & Time : 29 September 2020 Tuesday 7:41 am

টেস্ট অভিষেকের অপেক্ষা বাড়ল সাইফের

প্রকাশ: November 20, 2019 সময়- 11:47 pm

ক্রীড়া প্রতিবেদক : বদলি ফিল্ডার হিসেবে ইন্দোর টেস্টে নেমেছিলেন। দুর্দান্ত একটি ক্যাচও নিয়েছিলেন সাইফ হাসান। ওই সময় এ তরুণ ডান হাতের কনিষ্ঠায় গুরুতর চোট পান, ইডেন টেস্টের আগে যা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজের টেস্ট থেকে ছিটকে গেছেন সাইফ। তার মানে এ ডানহাতি ব্যাটসম্যানের টেস্ট অভিষেকের অপেক্ষা আরও বেড়ে গেল।

আঙুলের চোট নিয়ে গতকালই চিকিৎসক সপ্তর্ষি বসুর সঙ্গে কথা বলেছিলেন সাইফ। সে সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও সফররত বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খান।

সাইফের আঙুলের অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন সপ্তর্ষি বসু। পুরোপুরি সেরে উঠতে তাকে পূর্ণ বিশ্রামে থাকার উপদেশও দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী এই ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

ইন্দোর টেস্টে বাংলাদেশের দুই ওপেনার পুরোপুরি ব্যর্থ হওয়ায় ইডেন টেস্টে নির্বাচকদের ভাবনায় ছিলেন সাইফ। কিন্তু এখন তার চোট দলকে দিচ্ছে নতুন দুর্ভাবনা।

ইডেন টেস্ট থেকে সাইফ ছিটকে গেলেও দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি।