ক্রীড়া প্রতিবেদক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের যন্ত্রণা মিলিয়ে না যেতেই আবারও মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। এবার যে আরও কঠিন লড়াই। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠ অপেক্ষা করছে টাইগারদের টেস্ট সিরিজ পরীক্ষায়। আর এ লড়াইয়ে নামতে গতকাল অনুশীলনে নেমে পড়েছে মুশফিকুর রহীমের দল। নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল-ইমরুল কায়েসরা। তবে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ নিয়ে স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে তাসকিন আহমেদের।
ওয়েলিংটন টেস্টে সবার চেয়ে একটু হলেও ভিন্ন তাসকিন আহমেদের জন্য। কেননা, আসন্ন এই টেস্টেই যে তার সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। যদিও এটা এখনই নিশ্চিত নয়। কেননা গুঞ্জন রয়েছে এই ডানহাতি পেসারের হয়তো ক্রাইস্টচার্চ টেস্ট পর্যন্ত অপেক্ষায় থাকতে হতেও পারে। তবে কোন মাঠে টেস্ট অভিষেক হবে এটা নিয়ে মোটেও চিন্তিত নন তাসকিন। যে মাঠেই হোক, সেটাকে স্বপ্ন পূরণ বলছেন এই স্পিডস্টার। ‘টেস্ট অভিষেক হলে একটা স্বপ্ন পূরণ হবে আমার। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলব এটা ভেবেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। তবে অন্য কোনো জায়গায় হলেও নিজেকে সৌভাগ্যবান ভাবতাম। কারণ আমার টেস্ট খেলাটা তো সৌভাগ্যেরই বিষয়।’
বেসিন রিজার্ভ মাঠ পুরোটাই সবুজ। যে কারণে এখানকার উইকেটও সবুজ। রয়েছে বাউন্স আর সুইং। পেসাররা পাবেন বাড়তি সুবিধা। তাসকিন আহমেদেরও চোখ রয়েছে এই উইকেটে। সংবাদ সম্মেলনে গতকাল এ ব্যাপারে এই ডানহাতি বলেন, আসলে উইকেট দেখে সব বোলারই খুশি। সবুজ ও শক্ত উইকেট। এটি বোলারদের জন্যও ভালো। আমারও খুব ভালো লাগছে। এ উইকেটে বোলিংটা উপভোগ করবো।’
এ উইকেটে পেসাররাই বাড়তি সুবিধা পাবেনÑএটা ভালো করেই জেনেছেন তাসকিন আহমেদ। তাইতো এই ডানহাতি পেসার আশায় বুক বাঁধছেন, তার দলের পেসাররা জায়গামতো বল করলে কিউই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারবে। ‘আমাদের দলে বেশ কয়েকজন ভালো পেসার রয়েছেন। আমার বিশ্বাস এই পেসারদের নিয়েই ভালো কিছু করতে পারবো। আর আমাদের পেসাররা যে এটি পারেন, তা এর আগেও দেখিয়েছেন।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সবশেষ খেলেছেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন সাদা পোশাকের ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। তবে নিয়মিত লাল বলে নেটে অনুশীলন করে যাচ্ছেন এই ডানহাতি। যে কারণে খুব একটা সমস্যা হবে না বলেই তার বিশ্বাস। ‘টেস্ট দলে সুযোগ পেতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিসিবি থেকে শুরু করে সবাই আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। সাদা পোশাকের ক্রিকেট থেকে আমি অনেক দিন দূরে। এটা নিয়ে আমার মোটেও ভাবনা নেই। আমি মনে করি না এটা ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে। মাঠে নিজেকে শতভাগ দিয়েই বল করার চেষ্টা করব। আশা করি ভালো কিছু করব এবং মাঠের বাইরে নিজেকে যতœ নেব।’
এদিকে ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। গতকাল বেশ কিছুক্ষণ নেটে ব্যাটিংটা ঝালিয়েছেন তিনি। সঙ্গে উইকেট কিপিংটাও। আশা করা হচ্ছে, কাল সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হয়ে টস করতে নামবেন মুশি। আর এজন্য নাকি প্রস্তুত এই ডানহাতি ব্যাটসম্যান। যে কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে টিম ম্যানেজমেন্টও।