প্রিন্ট করুন প্রিন্ট করুন

টেস্ট স্ট্যাটাস পেল নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক : আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির বোর্ড ও কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশসহ নতুন করে আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল শুক্রবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে।

২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দুই দশক পর বাংলাদেশের নারীরাও ক্রিকেটের কুলীন সংস্করণে নাম লেখাল। বৃহস্পতিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে এ খবর। নারী ক্রিকেটের এই বড় অর্জনের দিনে বড় স্বপ্ন দেখালেন বিসিবি নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী। আগামী ২০২২ সালের মধ্যে বাংলাদেশের মেয়েদের টেস্ট খেলানোর স্বপ্ন দেখছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী দেড় বছরের মধ্যে মেয়েদের টেস্ট খেলাব। আইসিসিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেয়ার জন্য। আইসিসির এই স্বীকৃতির কারণে আমাদের সবার দায়িত্বও বেড়ে গেল।’

এখন পর্যন্ত টেস্ট খেলেছে বিশ্বের ১০টি নারী ক্রিকেট দল। এত দিন শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড টেস্ট খেলত। আইসিসির সহযোগী সদস্য হয়েও টেস্ট মর্যাদা পেয়েছে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।

নারী ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (৯৫)। ৭৪ টেস্ট খেলে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড (৪৫), ভারত (৩৬), দক্ষিণ আফ্রিকা (১২) এবং ওয়েস্ট ইন্ডিজ (১২) দশটির বেশি টেস্ট খেলেছে। পাকিস্তান খেলেছে ৩টি, শ্রীলঙ্কা মাত্র ১টি টেস্ট ম্যাচ খেলেছে।