Print Date & Time : 27 May 2022 Friday 7:20 pm

টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টোকিও অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের হিট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের জহির রায়হান। আজ রোববার অলিম্পিকে বাংলাদেশের শেষ প্রতিনিধি হিসেবে ট্র্যাকে নেমেছিলেন জহির। কিন্তু হতাশ করলেন তিনিও। সময় নিয়েছেন ৪৮ দশমিক দুই নয় সেকেন্ড, যা তার নিজের সেরা টাইমিংয়ের চেয়েও দশমিক ৫৫ সেকেন্ড বেশি।

আর্চারি, শুটিং, সাঁতার ও অ্যাথলেটিক্স, এই চার ডিসিপ্লিনে প্রতিযোগীদের নিয়ে এবার অলিম্পিকে যাত্রা করেছিল বাংলাদেশ। এর মধ্যে প্রথম তিন ডিসিপ্লিন থেকে ইতোমধ্যেই বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। বাকি ছিল অ্যাথলেটিক্স।

সেখান থেকেও বিদায় নিলো বাংলাদেশ। আটজনের মধ্যে ৪০০ মিটার স্প্রিন্টের হিটে সবার শেষে থেকে শেষ করেছেন জহির রায়হান। তাতেই এবারের অলিম্পিক যাত্রা শেষ বাংলাদেশের। ফলে জাপান থেকে খালি হাতেই ফিরবেন অ্যাথলেটরা।

এখন পর্যন্ত বাইশ স্বর্ণ, তেরো রৌপ্য ও বারো ব্রোঞ্জসহ মোট সাতচল্লিশটি পদন নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চীন। আর উনিশ ও সতেরো স্বর্ণ নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও আয়োজক দেশ জাপান।