প্রিন্ট করুন প্রিন্ট করুন

ট্রাকচাপায় কারখানার নিরাপত্তাকর্মী নিহত, সড়ক অবরোধ

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত এবং এক নারীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজাদুল ইসলাম (৪৫) চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানায় নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সড়কের ওই স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকে। যার কারণে চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের বহন করা গাড়িসহ শত শত যানবাহন আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার সামনে সড়ক পারাপারের সময় পাথরভর্তি একটি ট্রাক ওই কারখানার নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিকের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী নিহত হন। এ সময় নারী শ্রমিকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।  

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন।