প্রিন্ট করুন প্রিন্ট করুন

ঠাকুরগাঁও হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শীতবস্ত্র দিয়েছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। রোববার রাতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলের হাতে তিনি শতাধিক শীতবস্ত্র তুলে দেন।

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রাকিব দৌল্লা তুর্য সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ।

পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েকদিনের তীব্র শীতের তীব্রতা থেকে রোগীদের শীত লাঘবের জন্য আজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য শতাধিক কম্বল দিলাম। পরবর্তিতে প্রয়োজন হলে আরও শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করবো। ইতিপূর্বেও পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তার আশ পাশ, রোড রেল ষ্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সহসাধ্রিক কম্বল বিতরণ করেছি। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করলাম। এ ধরনের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল ও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ শীতবস্ত্র প্রদানের জন্য পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ধন্যবাদ জানান। পরবর্তিতে এ জাতীয় সহযোগিতার জন্য মেয়রের প্রতি আহবান জানান তারা।