নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সর্বমোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ। কিন্তু বিএসইসি প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা পর্যালোচনা করে বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করে দিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২০ সালের আগস্টে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসে। তবে কভিড-১৯ মহামারির কারণে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নেয়ার পরও কোম্পানিটি আইপিও তহবিল ব্যবহার করতে পারেনি।
বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশন মনে করে কোম্পানির আইপিও ফান্ড এখনো অব্যবহূত রয়েছে। এছাড়া মহামারির মধ্যে প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে বোনাস লভ্যাংশ ব্যবসার জন্য কার্যকর উপায় হবে না। এটি কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে, যা ভবিষ্যতের ডিভিডেন্ডকে প্রভাবিত করবে।
কোম্পানিটি তার ব্যবসার আয়ের একটি অংশ একটি ড্রেজার কেনার জন্য স্টক ডিভিডেন্ড দেয়ার প্রস্তাব করেছিল। এখন ড্রেজার ভাড়া করে চলছে বলে কোম্পানিটি জানিয়েছে।
সূত্র জানায়, কোম্পানিটি চলতি বছরের জানুয়ারিতে আইপিও তহবিল ব্যবহার শুরু করেছে। কোম্পানিটি ভবন নির্মাণের পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম এবং নতুন যন্ত্রপাতি কেনার কাজে আইপিও তহবিল ব্যবহার করবে।