প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডায়াবেটিস এখন কোনো ভয়ের নাম নয়: এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, আগে ডায়াবেটিস শনাক্তের সুযোগ কম ছিল, এখন ডায়াবেটিস কোনো ভয়ের নাম নয়। প্রতিটি জেলায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন রয়েছে, রংপুরেও হবে। তিনি গতকাল রংপুর গ্রুপের আয়োজনে কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়াবেটিক ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়সিন্ধু তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আবুল কাশেম, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আল আমিন প্রমুখ।