প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ১০ শতাংশ কমেছে

সপ্তাহের ব্যবধান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে। এছাড়া গত সপ্তাহের বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬৯ দশমিক ৫১ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৩ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে এক হাজার ৪৪৩ দশমিক ৪৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩১ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে দুই হাজার ৩৬১ দশমিক ৫৭ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ১৯২টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৯টির। দৈনিক গড় লেনদেন হয় ১ হাজার ৩১৯ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ১ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসাবে ২৭ দশমিক ৭৬ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ০৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৩ কোটি ৯৫ লাখ ২২ হাজার টাকা। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৬২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ১৭ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ১৫ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ১৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে। এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৫৩ শতাংশ, কোহিুনর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের ১২ দশমিক ৪৪ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১১ দশমিক ৯৭ শতাংশ এবং কেয়া কসমেটিকস লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের সপ্তাহজুড়ে ৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার ৪৯৪ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৯ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।