নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। এছাড়া গত সপ্তাহের বাজার মূলধন বেড়েছে ৪৮ দশমিক ৩৬ শতাংশ। আগের সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমে ৬ হাজার ৪৯৪ দশমিক ২৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৩ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ কমে এক হাজার ৪১৯ দশমিক ৭০ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫৩ দশমিক ৫১ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ কমে দুই হাজার ৩০৮ দশমিক ০৬ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ১৬৬টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১১টির। দৈনিক গড় লেনদেন হয় ১ হাজার ২০৮ কোটি ২৩ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ১ হাজার ৩১৯ কোটি ৫৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৮ দশমিক ৪৪ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসাবে ৮ দশমিক ৪৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ দশমিক ০৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ৮ দশমিক ৭৪ শতাংশ বা ২৯ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৬০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৮ লাখ ২৪ হাজার ৭১০টি শেয়ার মোট তিন হাজার ৪৩৮ বার হাতবদল হয়, যার বাজারদর ২৯ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ২২ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা নাভানা সিএনজি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৮ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর বেড়েছে। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৭৮ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৫ দশমিক ৪৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ১৪ দশমিক ৮১ শতাংশ এবং এপেক্স ফুডস লিমিটেডের ১৩ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৭টি শেয়ার ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৮ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৯ দশমিক ৬৬ শতাংশ কমেছে। লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৯ লাখ ৭ হাজার ২২২টি শেয়ার ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৭ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দশমিক ৮৪ শতাংশ কমেছে।