নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন ৩ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এছাড়া গত সপ্তাহে বাজার মূলধন কমেছে দশমিক ৫২ শতাংশ। আগের সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ কমে ৬ হাজার ৩৯২ দশমিক ৩০ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে এক হাজার ৪০৭ দশমিক ০৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩০ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে দুই হাজার ২৭৭ দশমিক ৬৫ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ১৭৪টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১১টির। দৈনিক গড় লেনদেন হয় ১ হাজার ১৬০ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ১ হাজার ২০৮ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৩ দশমিক ৯৭ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসাবে ২০ দশমিক ০৪ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা। সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ৭ দশমিক ৯৯ শতাংশ বা ৭ টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৯৭ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই।
দিনজুড়ে ২৩ লাখ ৪৪ হাজার ৯১টি শেয়ার মোট ২ হাজার ৫৮১ বার হাতবদল হয়, যার বাজারদর ২২ কোটি টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৮৭ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৯৮ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। গত সপ্তাহে মোট ৫ কার্যদিবস লেনদেন হয়। আর ৫ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার ৩৮৬ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ২২ শতাংশ কমেছে।