প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৫৩% বেড়েছে

সপ্তাহের ব্যবধান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৫২ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এছাড়া গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে এক হাজার ৪০১ দশমিক ১০ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে দুই হাজার ২৫২ দশমিক ৯৯ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২২২টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৯টির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৯৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৭১৬ কোটি ৭০ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫২ দশমিক ৭২ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসাবে ৫২ দশমিক ৭২ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১৪ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪২ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বুসন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৪৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৫৫ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৫৭ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২১ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৬৬ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৪১ শতাংশ, ইস্টার্ন কেবলস লিমিটেডের ২০ দশমিক ১৬ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ১৮ দশমিক ৪৩ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে।