প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছয় শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এছাড়া গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ৬ হাজার ৩৫৩ দশমিক ৭৭ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৬ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমে এক হাজার ৩৮৫ দশমিক ০৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৭ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে দুই হাজার ২৩৫ দশমিক ৯৭ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ২২৩টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১২টির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ১৬৪ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৯৪ কোটি ৫৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ৩৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসাবে ৬ দশমিক ৩৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৩ হাজার টাকা। এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ৯ দশমিক ৮৭ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৪৫৫টি শেয়ার মোট ১৯ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ হাজার টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ও সর্বোচ্চ ২৫ টাকা ৬০ পয়সায় লেনদেন করে।

সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন শুরু করা বিমা খাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। চলতি বছরের ৬ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৯৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৬১ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ১৬ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।