প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৪৮ শতাংশ কমেছে

সপ্তাহের ব্যবধান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৪৮ দশমিক ১৩ শতাংশ কমেছে। এছাড়া গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ কমে ৬ হাজার ২৬৫ দশমিক ৯৯ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ কমে এক হাজার ৩৬৪ দশমিক ১৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩৬ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ কমে দুই হাজার ১৯৯ দশমিক ৯১ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ২৬৪টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৪টির। দৈনিক গড় লেনদেন হয় ৬০৪ কোটি ৩৬ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ১৬৪ কোটি ৪৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৮ দশমিক ১৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২০ কোটি ১ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসাবে ৪৮ দশমিক ১৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৩৭ হাজার টাকা। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ই-জেনারেশন লিমিটেডের ৭ দশমিক ১২ শতাংশ শেয়ারদর বেড়েছে। সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ০২ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ, বাটা শু কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ২৪ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ।