নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন দুই দশমিক ০৯ শতাংশ কমেছে। তবে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ০২ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৪৫ দশমিক ৩৮ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৬ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়ে এক হাজার ৩৭০ দশমিক ৩২ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ২১৬ দশমিক ১৩ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ২৭১টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৩২টির। দৈনিক গড় লেনদেন হয় ৪০৪ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৪১৩ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ২ দশমিক ০৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসাবে ২ দশমিক ০৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৮ লাখ ১৮ হাজার টাকা। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৭৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৩১ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে জেমিনি সি ফুড লিমিটেডের ১১ দশমিক ০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ২৬ শতাংশ।
গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৫১৭টি শেয়ার ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে।