নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ১৫ দশমিক ৪৮ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ০৪ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ৬ হাজার ১৯৩ দশমিক ৯৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে এক হাজার ৩৫৩ দশমিক ২৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ কমে দুই হাজার ১৯৩ দশমিক ৪০ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৮টির। দৈনিক গড় লেনদেন হয় ২২৬ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৮৯০ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ২৬৮ কোটি ৮ লাখ ৪১ হাজার ৫৫২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৭২ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ৫ দশমিক ৬৫ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বিমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৯ দশমিক ৭৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৪ লাখ ৪৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ারদর ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। এছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ১৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৩৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১৫ লাখ ১২ হাজার ৭১৯টি শেয়ার ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৯ দশমিক ৯১ শতাংশ কমেছে। আর তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪ শেয়ার ৬২ কোটি ৫২ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩০ দশমিক ০৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২০ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক ০৪ শতাংশ শেয়ার রয়েছে।