প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৮৭ শতাংশ বেড়েছে

সপ্তাহের ব্যবধান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৮৭ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৭৮ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৫ দশমিক ০৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৭ দশমিক ৫৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৯ দশমিক ০৫ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ২১০টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২০টির। দৈনিক গড় লেনদেন হয় ৪২৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৮৪ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ২২৬ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৮৯০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৮৭ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ৮৭ দশমিক ২৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ০৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা। বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৭৯ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ দশমিক ৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ৮০২টি শেয়ার ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪ শেয়ার ৬২ কোটি ৫২ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে।