নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৮১ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ২৮ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৫ দশমিক ৪৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১০ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৭ দশমিক ৭৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে দুই হাজার ২০৮ দশমিক ৬১ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২০৭টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১১টির। দৈনিক গড় লেনদেন হয় ৭৭০ কোটি ১০ লাখ ৪২ হাজার ২২২ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৪২৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৮৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৮১ দশমিক ৫১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ৮১ দশমিক ৫১ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৮ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৪৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৯ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯১ লাখ ৮২ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৯ লাখ ১৪ হাজার টাকা। জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮৯ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ১৬ দশমিক ১২ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ দশমিক ৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পনি লিমিটেডের ১৫ দশমিক ৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোং লিমিটেডের ১৫ দশমিক ২৮ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ দশমিক ২৯ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১৪ দশমিক ২৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১০টি শেয়ার ২৯২ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৭ দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৭ শেয়ার ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৭০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানে থাকা যথাক্রমে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৭০ কোটি ৫৬ লাখ, ওরিয়ন ফার্মার ১৪৩ কোটি, আমরা নেটওয়ার্কসের ১০০ কোটি, জেএমআই হসপিটালের ৯৭ কোটি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৯০ কোটি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।