নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ১৪ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ০৪ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ৬ হাজার ২৮৩ দশমিক ৩১ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে এক হাজার ৩৭১ দশমিক ৮৯ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৩৫ দশমিক ৩৬ পয়েন্টে স্থির হয়। মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২০০টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২১টির। দৈনিক গড় লেনদেন হয় ৬৪৮ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার ৮৩৪ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫৬৭ কোটি ৯১ লাখ ২ হাজার ২৯ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৪ দশমিক ২৩ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ১৪ দশমিক ২৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ২৬ লাখ ২০ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৩১ লাখ এক হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৪০ লাখ ৯৪ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৯৯ শতাংশ। জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ দশমিক ০২ শতাংশ বেড়েছে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৮ দশমিক ১২ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৭ দশমিক ৮৫ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৭ দশমিক ৪৬ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৬৭ শতাংশ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৪ লাখ ২৮ হাজার ৯৬৪টি শেয়ার ৩২৭ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ২ লাখ ২৪ হাজার ২৬২টি শেয়ার ২৮৭ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৮ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৫৯৬টি শেয়ার ১৯৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ০১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ১৯৫টি শেয়ার ১৫৭ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর লেনদেনের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে আসে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৩৭০টি শেয়ার ১৪১ কোটি ১৫ লাখ ৬৬ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৩৫ শতাংশ।