নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৩৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ২১ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ৬ হাজার ২০৫ দশমিক ১২ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১০ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে এক হাজার ৩৫৫ দশমিক ৮৬ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে দুই হাজার ২২১ দশমিক ৩৪ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল ১৮২টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৫০টির। দৈনিক গড় লেনদেন হয় ২৭৩ কোটি ১২ লাখ ৮০ হাজার ৭৬ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৪২২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৭৬৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৫ দশমিক ৩১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯২ কোটি ২৫ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ টাকা টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসেবে ৪৮ দশমিক ২৫ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। আলোচিত সময়ে ফাইন্ডটির ইউনিটদর বেড়েছে ২০ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ লাখ ৪০ হাজার ৭৫০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫ লাখ ৬৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৬১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার টাকা। আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৬ লাখ ১২ হাজার টাকা। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ২ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৯ কোটি ৬৭ লাখ ৫১ হাজার টাকা। আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। আমরা টেকনোলজিস লিমিটেডের ১ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১-এর ১ দশমিক ৪৩ শতাংশ ইউনিটদর বেড়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়েছে। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫৫ লাখ ৯২ হাজার ১৯৩টি শেয়ার ৭৫ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৩২ শতাংশ কমেছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৭৪ লাখ ৭৭ হাজার ৬৬৭ শেয়ার ৭০ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৪২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ৯৮ শতাংশ কমেছে। লেনদেনের তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৪৯৯ শেয়ার ৬১ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪ দশমিক ৪৪ শতাংশ কমেছে।