নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৩১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছিল, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৩ দশমিক ৭৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৭ দশমিক ২৯ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে দুই হাজার ২১৬ দশমিক ২৯ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২৮টির। দৈনিক গড় লেনদেন হয় ৩৫৮ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৬ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ২৭৩ কোটি ১২ লাখ ৮০ হাজার ৭৬ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩১ দশমিক ৩৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯২ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ৬৪ দশমিক ২০ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে এডিএন টেলিকম লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৪৬ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৪৭ শতাংশ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। আমরা টেকনোলজিস লিমিটেডের ৯ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। জেমিনি সি ফুড লিমিটেডের ৮ দশমিক ১০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৯৬ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৬ দশমিক ০১ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৫১৩টি শেয়ার ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৭৫ লাখ ২২ হাজার ৪৪১টি শেয়ার ৯৭ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৭০ লাখ ৬৬ হাজার ৯৫৫টি শেয়ার ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। এরপরের অবস্থানে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩১ লাখ ৮২ হাজার ৪৪৯টি শেয়ার ৮৮ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে। আর লেনদেনের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৭৯৬টি শেয়ার ৮৬ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৮৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।