প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ২১ শতাংশ কমেছে

সপ্তাহের ব্যবধান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ২১ দশমিক ৩৯ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। আগের সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়েছিল, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে ৬ হাজার ২২০ দশমিক ২৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে এক হাজার ৩৫৬ দশমিক ৮৫ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে দুই হাজার ২১৮ দশমিক ৭৬ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ২২২টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২২টির। দৈনিক গড় লেনদেন হয় ৫০৮ কোটি ২ লাখ ৫ হাজার ৫৮৮ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৬৪৬ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৪৬ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ২১ দশমিক ৩৯ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসেবে এক দশমিক ৭৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে আট কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬৭ লাখ ৩৮ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় তিন কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ০৪ শতাংশ। ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ৪ দশমিক ৮৬ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৩ দশমিক ৮১ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ২ দশমিক ১৭ শতাংশ, এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ২ দশমিক ০২ শতাংশ এবং ফাইন ফুডস লিমিটেডের ১ দশমিক ২৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৫৭৯টি শেয়ার ১৪৫ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৭১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার ১১৭ কোটি ৬৬ লাখ ৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬ দশমিক ৮০ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩৬ লাখ ৯৭ হাজার ৩৭৬ট শেয়ার ১১৪ কোটি ৫ লাখ ১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৭২ শতাংশ কমেছে। এর পরের অবস্থানে উঠে আসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ১১ লাখ ৪৪ হাজার ২৬৬টি শেয়ার ১০৩ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর লেনদেনের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে আসে এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬১ লাখ ৪০ হাজার ৫৭০টি শেয়ার ৯৭ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে।