Print Date & Time : 17 April 2021 Saturday 2:49 am

ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৬ দশমিক ২৫ শতাংশ

প্রকাশ: January 23, 2021 সময়- 11:47 pm

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে ১৬ দশমিক ২৫ শতাংশ। আর বাজার মূলধন কমেছে এক দশমিক ৮৮ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ১৩ পয়েন্ট বা এক দশমিক ২৪ শতাংশ কমে পাঁচ হাজার ৮৩৬ দশমিক ১৮ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৮ দশমিক ৮৬ পয়েন্ট বা দুই দশমিক ১৮ শতাংশ কমে এক হাজার ২৯৪ দশমিক ৬৫ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৩৩ পয়েন্ট বা এক দশমিক ২৭ শতাংশ কমে দুই হাজার ২০৮ দশমিক ৪৫ পয়েন্টে স্থির হয়। মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত ছিল ৫১ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি চারটির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৫৬৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৪৯০ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৮৬৮ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩৮৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৩০৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৮৯৪ টাকা বা ১৬ দশমিক ২৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ৪৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক শূন্য পাঁচ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন চার কোটি ১৬ লাখ তিন হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২০ কোটি ৮০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৯ কোটি ৬১ লাখ ২৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯৮ কোটি ছয় লাখ ৪৯ হাজার টাকার শেয়ার। এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ২৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১২৬ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার। আর ষষ্ঠ অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৪৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ১০ লাখ পাঁচ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার।

সপ্তম অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ১২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯৫ লাখ ৫৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে চার কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। পরের অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে আট দশমিক ৮৯ শতাংশ।

ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে ‘এন’ ক্যাটেগরির কোম্পানিটির ১৫ কোটি ৪৯ হাজার ৫১৭টি শেয়ার ৯৪১ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১২ দশমিক শূন্য তিন শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১১ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ কোটি ২৬ লাখ আট হাজার ২০৩টি শেয়ার ৮৩৩ কোটি ২৪ লাখ এক হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর চার দশমিক ৬৯ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে ছিল সামিট পাওয়ার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির আট কোটি ২৬ লাখ ১৭ হাজার ৮৬৪টি শেয়ার ৪৫১ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ছয় দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর চতুর্থ অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সপ্তাহজুড়ে আট কোটি ৮৭ লাখ ২৯ হাজার ২৭৯টি শেয়ার ৩৯৩ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের পাঁচ দশমিক শূন্য তিন শতাংশ।