প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে নেতিবাচক প্রবণতায় সপ্তাহের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক: গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও লেনদেন কমেছে। একই সঙ্গে ডিএসইর সবগুলো সূচক আগের দিনের তুলনায় কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে ছয় হাজার ৪৭৮ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে এক হাজার ৪১৮ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে দুই হাজার ২৯৮ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৬৭ কোটি ৮০ লাখ টাকা। এদিন ২১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ১৯৩টি শেয়ার ২ লাখ ১৭ হাজার ১৮৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৭৬ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬৬ কোটি ৫১ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৬১ কোটি ১৭ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৫০ কোটি ৪৮ লাখ, জেএসআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট মেনুফ্যাকচারিং লিমিটেডের ৪৫ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৩৪ কোটি ৮৬ লাখ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের ৩১ কোটি ১২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৫ কোটি ৭৫ লাখ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ২৫ কোটি ৫৩ লাখ এবং আমরা টেকনোলজিস লিমিটেডের ২২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, বুসন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৯ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ১১ হাজার ৪২৪ দশমিক ২৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫১ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ১৯ হাজার ৫৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ৮১টির দর। সিএসইতে এদিন ১৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।