প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে সূচকের উত্থানের সঙ্গে লেনদেন বেড়েছে ১৮৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় ১৮৭ কোটি টাকা বেড়ে মোট লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ছয় হাজার ২৮১ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ বেড়ে এক হাজার ৩৭১ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে দুই হাজার ২১৫ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১৭ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪০০টি শেয়ার এক লাখ ৭৬ হাজার ৩৫৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮৬টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ৫৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫২ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩৭ কোটি ১৩ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩৪ কোটি ৯৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২৩ কোটি সাত লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি ৮৯ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২০ কোটি ৬২ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২০ কোটি ১৪ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৯ কোটি ৭৫ লাখ এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ২৫ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৮ দশমিক ৭৭ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৮ দশমিক ৫২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ দশমিক ০৬ শতাংশ, হামিদ ফেব্রিকস লিমিটেডের ৬ দশমিক ৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৬ দশমিক ২৪ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৬ দশমিক ০৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৩ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১১ হাজার ১০৪ দশমিক ৭১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫২৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত ছিল ১০৩টির দর। গতকাল সিএসইতে মোট ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৭ কোটি ২৯ লাখ টাকা।