নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে এদিন লেনদেন সামান্য বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ছয় হাজার ২৪৩ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৯ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে দুই হাজার ২২৩ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গত মঙ্গলবার ডিএসইর লেনদেন ১৮ কোটি ১৩ লাখ টাকা বেড়েছে। এদিন ৭ কোটি ১১ লাখ ৩০ হাজার ৯২০টি শেয়ার ৯৪ হাজার ৭০৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২০১টির দর।
গত মঙ্গলবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ২৩ কোটি ৭৭ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২১ কোটি ৩২ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১৭ কোটি ৬০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬ কোটি ১৪ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ১৪ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৫ কোটি ৪৪ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৪ কোটি ৭০ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৪ কোটি ৩৫ লাখ এবং আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৭৮ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৯ দশমিক ৫৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৮৭ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ৫ দশমিক ৭০ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৫ দশমিক ৩০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১৩ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৩৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ২৪ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ০৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৯৯ শতাংশ, এর পরের অবস্থানে থাকা মনোস্পুল পেপার মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ১০ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ২ দশমিক ৬৪ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ২ দশমিক ১৩ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডায়িংয়ের ২ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ১১ হাজার ৩০ দশমিক ৩০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪০০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত ছিল ৮৯টির দর। সিএসইতে গতকাল মোট ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ২০ কোটি ৮৮ লাখ টাকার।