Print Date & Time : 22 June 2021 Tuesday 6:12 am

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন বেড়েছে ২৩৪ কোটি টাকা

প্রকাশ: May 3, 2021 সময়- 12:01 am

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। আর লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ২৩৪ কোটি টাকা বেড়েছে। এদিন মোট ৩৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৮০টির এবং কমেছে ১০৪টির। বাকি ৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ২৩৪ কোটি সাত লাখ ৫৯ হাজার টাকা। এদিন ৩৫ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬০৭টি শেয়ার এক লাখ ৯১ হাজার ৪৬ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১৭ দশমিক শূন্য এক পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে এক হাজার ২৫৫ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২৩ দশমিক ৩২ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন দুই হাজার ৩০ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭২ হাজার ৭৪৩ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ২৭৭ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭৮ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৮০ পয়সা কমেছে। ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৩৮ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৮০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৩ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকার এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১০ শতাংশ, মিতন স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, আরগন ডেনিমস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭৪ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯ হাজার ৬৩৪ দশমিক ৭৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৮০ শতাংশ বেড়ে ১৫ হাজার ৯৭৩ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৮২টির এবং ৪০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৬২৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ২৫ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ২৯৩ টাকা।