প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে সূচকের পতন অব্যাহত থাকলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকালও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে ছয় হাজার ৪৮৯ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৭ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে এক হাজার ৪১৩ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ কমে দুই হাজার ৩১৬ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা। এদিন ২৭ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ২২৬টি শেয়ার ২ লাখ ২১ হাজার ৬২৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ১৭৪টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পনিটির ১১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৯৪ কোটি ১০ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৬৭ কোটি ৪৫ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬৩ কোটি ৩৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬২ কোটি ৫৩ লাখ, বিডি কম অনলাইন লিমিটেডের ৫১ কোটি ৫৬ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪৭ কোটি ৭২ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৪৫ কোটি ৯৮ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩৩ কোটি ৩৩ লাখ এবং এডিএন টেলিকম লিমিটেডের ২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৫৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আজিজ পাইপস লিমিটেডের ৯ দশমিক ২৭ শতাংশ, মীর আখতার হোসেন লিমিটেডের ৯ দশমিক ০২ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৮ দশমিক ৯৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৮ দশমিক ৯৫ শতাংশ, কেয়া কসমেটিকস লিমিটেডের ৭ দশমিক ৫৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ০৫ শতাংশ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ দশমিক ০৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১১ হাজার ৪৮৬ দশমিক ৬২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ০২ পয়েন্ট কমে ১৯ হাজার ১৬৩ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ৯৯টির দর। সিএসইতে এদিন ১০৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।