Print Date & Time : 23 June 2021 Wednesday 6:37 pm

ডিএসইতে সূচকের পতন, লেনদেন কমেছে ২৪৭ কোটি টাকা

প্রকাশ: May 4, 2021 সময়- 01:36 am

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। আর লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ২৪৭ কোটি টাকা কমেছে। এদিন মোট ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১০৫টির এবং কমেছে ১৭৯টির। বাকি ৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকা। এদিন ৩০ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৪২৩টি শেয়ার এক লাখ ৭১ হাজার ৫৮০ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে পাঁচ হাজার ৫১১ দশমিক ৩৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ছয় দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে এক হাজার ২৪৮ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক সাত দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে দুই হাজার ১১৬ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ২১২ কোটি দুই লাখ ৭৭ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৭২ হাজার ৫৩১ কোটি ১৪ লাখ ৬৩ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ১০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৬৫ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর তিন টাকা কমেছে। রবি আজিয়াটা লিমিটেডের ৫৩ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৯০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৪৮ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪১ কোটি ৩৭ লাখ ২২ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৫ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৯ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট দশমিক ৯৯ শতাংশ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের আট দশমিক ৯৭ শতাংশ, প্রিমিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট দশমিক ৫২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের আট দশমিক ২৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৯ হাজার ৬২২ দশমিক ৫৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১৫ হাজার ৯৫৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২৫টির এবং ৪৮টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৭৫৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪২৬ টাকা