Print Date & Time : 27 September 2021 Monday 11:10 am

ডিএসইতে সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে

প্রকাশ: June 23, 2021 সময়- 11:53 pm

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমেছে; একইসঙ্গে সূচকের বড় পতন দেখা গেছে। তবে এদিন লেনদেন সামান্য বেড়েছে। গতকাল মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩৩টির এবং কমেছে ২১৭টির। বাকি ২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৩০ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ১২ কোটি ৪৬ লাখ টাকা। এদিন ৭৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ৩৪৪টি শেয়ার তিন লাখ ২২ হাজার ৫৮৩ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শেষ সময়ে এসে সূচকের গতি নিম্নমুখী হতে দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ দশমিক ৮৯ পয়েন্ট বা এক দশমিক ১৪ শতাংশ কমে ছয় হাজার ৩৫ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ছয় দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ কমে এক হাজার ২৯৭ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ কমে দুই হাজার ১৮৮ দশমিক ৮৩ পয়েন্টে স্থির হয়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ১৬০ কোটি ১৪ লাখ টাকার। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটির ৬৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়। তৃতীয় অবস্থানে থাকা ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের ৪৯ কোটি ৩০ লাখ টাকার, ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৪৭ কোটি সাত লাখ টাকার, কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ৪১ কোটি ৯ লাখ টাকার, এসএস স্টিল লিমিটেডের ৩০ কোটি ৩৯ লাখ টাকার, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্রা লিমিটেডের ২৫ কোটি ৮৪ লাখ টাকার, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এছাড়া ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ারদর  বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। এর পরের অবস্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আট দশমিক ২১ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর সাত দশমিক ৮৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাত দশমিক শূন্য আট শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের সাত দশমিক শূন্য এক শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্রা লিমিটেডের শেয়ারদর ছয় দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১৭ দশমিক ৪১ পয়েন্ট বা এক দশমিক শূন্য ৯ শতাংশ কমে ১০ হাজার ৫৭১ দশমিক ৫২ পয়েন্টে অন্যদিকে সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৯টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার টাকা।