নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থানের পাশাপাশি প্রায় ১৬০ কোটি টাকার লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ছয় হাজার ২১৬ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৯ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে দুই হাজার ২২০ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৫৮ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে। এদিন ৬ কোটি ১১ লাখ ৮১ হাজার ২৬৭টি শেয়ার ৯২ হাজার ১২৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ১৪৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ২৪ কোটি ৬ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২১ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ কোটি ২১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৭ কোটি ৯৮ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৩ কোটি ৬৩ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১১ কোটি ৭১ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১০ কোটি ৭৮ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৩৫ লাখ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ দশমিক ৩০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪৩ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৭ দশমিক ২২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৯৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৫০ শতাংশ, এডিএন টেলিকম রিমিটেডের ৬ দশমিক ৪৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ১৪ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ০৯ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৪ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেযারদর কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ, এর পরের অবস্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং লিমিটেডের শূন্য দশমিক ৯৭ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের শূন্য দশমিক ৯৬ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের শূন্য দশমিক ৯৬ শতাংশ, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শূন্য দশমিক ৯৬ শতাংশ, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শূন্য দশমিক ৯৬ শতাংশ এবং এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের শূন্য দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৫ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৮৫ দশমিক ৪০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩২৬ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দর। গতকাল সিএসইতে মোট ৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৯ কোটি ২৫ লাখ টাকার।