প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে সূচক উত্থানের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে ছয় হাজার ২৯১ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৭ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে এক হাজার ৩৭২ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে দুই হাজার ২২৬ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন বেড়েছে। এদিন ৯ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ২০০টি শেয়ার এক লাখ ২৬ হাজার ৭৩৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ১৭৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ৪৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩৮ কোটি ৪০ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২২ কোটি ২৩ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ২০ কোটি ৪৭ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ১৭ কোটি ৪৪ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৭ কোটি ১৩ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৮৯ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৬ কোটি ৩৩ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ১৬ কোটি ১৮ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ৮ দশমিক ১৮ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২৭ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৩৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৬ দশমিক ৩৭ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৬ দশমিক ২০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ৫ দশমিক ৮৬ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৫ দশমিক ৩৮ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫ দশমিক ২৫ শতাংশ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ দশমিক ১৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬১ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১১ হাজার ১২৪ দশমিক ৫৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০১ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৫৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৭৯টির দর। গতকাল সিএসইতে মোট ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৮ কোটি ৫৭ লাখ টাকা।