নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ছয় হাজার ২৯৩ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দশমিক ০৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭২ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দুই হাজার ২২৮ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৩৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। এদিন ১১ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৬২৪টি শেয়ার এক লাখ ৫৩ হাজার ১০৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ১৭৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩৫ কোটি ৯৮ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ২৯ কোটি ২৩ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৯ কোটি ৩ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৮ কোটি ৫৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন ২৮ কোটি ৩৪ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪ কোটি ৯ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৯ কোটি ২১ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১৮ কোটি ৯৯ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ০৩ শতাংশ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৭ দশমিক ৩৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ০১ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৯২ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৮৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩ দশমিক ৬৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৩ দশমিক ৬০ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৫১ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ১১ হাজার ১৩৫ দশমিক ২৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৭৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ৬৯টির দর। গতকাল সিএসইতে মোট ১২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৯৪ লাখ টাকা।