প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে সূচক ও লেনদেন পতনের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। যদিও এর আগের কার্যদিবসেও সূচকের পতন হয়েছিল। তবে আগের চার কার্যদিবসের মতো গতকালও ডিএসইর লেনদেন প্রায় দুই কোটি টাকা কমেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ছয় হাজার ২৪৫ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে এক হাজার ৩৬৬ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে দুই হাজার ২২২ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন এক কোটি ৬০ লাখ টাকা কমেছে। এদিন ৫ কোটি ২৯ লাখ ৫ হাজার ২৬০টি শেয়ার ৮৬ হাজার ৬২২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল ১৪৬টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২২ কোটি ৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২০ কোটি ৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ কোটি ২৩ লাখ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১৪ কোটি ৭৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ কোটি ৫২ লাখ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ১৩ কোটি ৮০ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১২ কোটি ৭৩ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১২ কোটি ৬২ লাখ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের ৭ দশমিক ৩৬ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৫ দশমিক ৭২ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৫ দশমিক ৫৭ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৪১ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ০৪ শতাংশ, দেশ গার্মেন্ট লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৪ দশমিক ৩১ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৩ দশমিক ৭৫ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৩ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে গতকাল ডিএসইতে দরপতনের শীর্ষে উঠে আসে আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর কমেছে ৩০ দশমিক ৩০ শতাংশ। আর এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ০৭ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৮৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৪৮ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৬ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১১ হাজার ৫০ দশমিক ৯৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১৮ হাজার ৪৩৪ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৫৫টির দর। গতকাল সিএসইতে মোট ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৬১ লাখ টাকার।