নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকালও সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে এদিন ১০৭ কোটি ৬২ লাখ টাকা কমে মোট লেনদেন ৩৫০ কোটি টাকার নিচে নেমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ছয় হাজার ২০৪ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে দুই হাজার ২১৫ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০৭ কোটি ৬২ লাখ টাকা কমেছে। এদিন ৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৭টি শেয়ার ৬৭ হাজার ১১৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ২৩৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৮৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৩ কোটি ৩৭ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১২ কোটি ২৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৮০ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৯ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯ কোটি ৯২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ কোটি ৭৬ লাখ, বেঙ্গল ইউন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৮ কোটি ১১ লাখ এবং আলহাজ টেক্সটাইল লিমিটেডের ৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৩ দশমিক ১১ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইনটেক লিমিটেডের ২ দশমিক ৮৮ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ২ দশমিক ৫১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৫০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ২০ শতাংশ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ২ দশমিক ১৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং লিমিটেডের ২ দশমিক ০৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ১ দশমিক ৬৫ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১ দশমিক ৬৪ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ শতাংশ, এর পরের অবস্থানে থাকা বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ৩৭ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৪ দশমিক ৫১ শতাংশ এবং মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক শূন্য দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮৫ দশমিক ৬৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৪ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১২০টির দর। সিএসইতে গতকাল মোট ৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ২৩ কোটি ৪৪ লাখ টাকার।