প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসইতে সূচক ও লেনদেন পতনের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের টানা পতন অব্যাহত রয়েছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। এছাড়া গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে ছয় হাজার ২৫৩ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে এক হাজার ৩৫৮ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে দুই হাজার ১৯৮ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৯ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৮টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫২৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২৫৬টির দর।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১১ হাজার ১০৩ দশমিক ৫৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে ১৮ হাজার ৫৩০ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে।