Print Date & Time : 29 November 2020 Sunday 7:11 am

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশ: October 1, 2020 সময়- 01:18 am

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচক কমলেও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শুরু থেকে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক শূন্য আট পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে ৪ হাজার ৯৬৩ দশমিক ২৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে এক হাজার ১২০ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে এক হাজার ৬৯৫ দশমিক ৯৯ পয়েন্টে স্থির হয়।

গতকাল ডিএসইতে লেনদেন হয় ৯১৪ কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৩ কোটি ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকার। এদিন ৩৯ কোটি ৫ লাখ ৭১ হাজার ৭৪৭টি শেয়ার এক লাখ ৭৬ হাজার ৩২৭ বার হাতবদল হয়।

এদিন মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১৩২টির এবং কমেছে ১৯১টির। বাকি ৩২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইর বাজার মূলধন ৯৮৫ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৯ হাজার ৬৪২ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর পাঁচ টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ২৭ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৬০ পয়সা কমেছে।

সন্ধানী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ কোটি ৮১ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩ কোটি ৭৮ লাখ ১৩ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ কোটি ৮১ লাখ ৯৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১৯ কোটি ২৬ লাখ ৫৪ হাজার, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৬ কোটি ৩৪ লাখ ২৪ হাজার, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ১২ লাখ ৯২ হাজার এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৯৯ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়।

১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ৭৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ২৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৯২ শতাংশ, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮ দশমিক ৭৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ২৩ শতাংশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ানের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সাত দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে ৮ দশমিক ৩৬ শতাংশ দর কমে পতনের শীর্ষে উঠে আসে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের ৮ দশমিক ৩৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৬ দশমিক ৮৮ শতাংশ, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ৬ দশমিক ৫২ শতাংশ, খান বাহাদুর পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৮১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৫ দশমিক ২৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ০৬ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ০১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চার দশমিক ৪৭ শতাংশ এবং এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের চার দশমিক ১৬ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে আট হাজার ৫০৭ দশমিক ৪৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ১৪ হাজার ১৬৭ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৭৪টির এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি সাত লাখ ৮৮ হাজার ৫৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৯০৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে তিন কোটি ৪১ লাখ ২২ হাজার ৮৫৩ টাকা।

সিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।