নিজস্ব প্রতিবেদক:সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে এদিন ৩১ কোটি ৭০ লাখ টাকা কমে মোট লেনদেন ৪৫০ কোটি টাকার ঘরে নেমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ছয় হাজার ২০৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে এক হাজার ৩৫২ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে দুই হাজার ২১৭ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩১ কোটি ৭০ লাখ টাকা কমেছে। এদিন ৬ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৫০৫টি শেয়ার ৭৯ হাজার ৩৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ২১৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৮ কোটি ৮৩ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৫ কোটি ৩৩ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১৪ কোটি ৬৪ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৩ কোটি ২২ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১২ কোটি ৯৯ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি ৮৭ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১২ কোটি ৪৮ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১১ কোটি ১৯ লাখ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৪ দশমিক ১৫ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ৩ দশমিক ৫৭ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ২ দশমিক ৮৭ শতাংশ, ব্যাংক এশিয়া লিমিটেডের ২ দশমিক ৪৭ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ২ দশমিক ৪২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ২০ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ১ দশমিক ৪৬ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ১ দশমিক ৩২ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১ দশমিক ০৭ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শূন্য দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ, এর পরের অবস্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৩৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৯০ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৮ দশমিক ৩০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১০ হাজার ৯৮৪ দশমিক ৯৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১৮ হাজার ৩২৩ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর। সিএসইতে গতকাল মোট ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৪ কোটি ৬৩ লাখ টাকার।