Print Date & Time : 4 March 2021 Thursday 6:49 pm

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশ: December 2, 2020 সময়- 12:16 am

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় সূচক বেড়েছে। এদিন মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১৪৯টির এবং কমেছে ৯২টির। বাকি ১০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৬৩ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ দুই হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ১৪০ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা। এদিন ২৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৬৭৩টি শেয়ার এক লাখ ৪০ হাজার ৭৯২ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে চার হাজার ৯০৩ দশমিক ৯৫ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ছয় দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে এক হাজার ১২০ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক আট দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ বেড়ে এক হাজার ৬৯৫ দশমিক ৫০ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন দুই হাজার ৮০০ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯২ হাজার ৭৮০ কোটি ছয় লাখ ২৫ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৩১ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৮০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর তিন টাকা ৬০ পয়সা বেড়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৯ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪০ পয়সা বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৭৮ লাখ ১৩ হাজার, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৭ কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার টাকার, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ২৯ লাখ ১৫ হাজার এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৯ দমমিক ৮২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এগ্নি সিস্টেমস লিমিটেড। ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৯ দশমিক ৭৩ শতাংশ, হামিদ ফেব্রিকস লিমিটেডের ৯ দশমিক ৪৬ শতাংশ শেয়ারদর বেড়েছে। দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের আট দশমিক ৮২ শতাংশ, এসএস স্টিল লিমিটেডের সাত দশমিক শূন্য চার শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের সাত শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছয় দশমিক ৬৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ছয় দশমিক ৪৫ শতাংশ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছয় দশমিক ২১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

এদিন দরপতনের শীর্ষে উঠে আসে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৯২ শতাংশ। এরপরের অবস্থানে থাকা তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের চার দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫৯ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ বড়ে আট হাজার ৪৮৬ দশমিক ৭৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৪ হাজার ৯০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭১টির এবং ৬৫টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৬২৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ২২৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে দুই কোটি ১৮ লাখ ছয় হাজার ৩৯৮ টাকার।

সিএসইতে এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির চার কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের দুই কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দুই কোটি ১১ লাখ ৩০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিস লিমিটেডের এক কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯২ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৯১ লাখ ১০ হাজার টাকার, এক্সিম ব্যাংক লিমিটেডের ৭৯ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৪ লাখ ৫০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬৬ লাখ টাকার এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৭ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।