Print Date & Time : 27 September 2021 Monday 10:43 am

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে

প্রকাশ: June 20, 2021 সময়- 11:22 pm

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমলেও সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় সামান্য কমেছে। গতকাল মোট ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৫৬টির এবং কমেছে ১৭৯টির। বাকি ৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ১১ কোটি ৯১ লাখ টাকা। এদিন ৪৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০১টি শেয়ার দুই লাখ ৪৭ হাজার ৩৮৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে এক হাজার ২৯৬ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১০ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২ হাজার ২০৭ দশমিক ২৯ পয়েন্টে স্থির হয়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৬০ পয়সা কমেছে। এ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ১৫১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটির শেয়ারদর এক টাকা কমেছে। তৃতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর তিন টাকা ২০ পয়সা বেড়েছে। এরপরের অবস্থানে থাকা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৪২ কোটি ১৯ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৯ কোটি ১৮ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ২৬ কোটি ৭৬ লাখ, সামিট পাওয়ার লিমিটেডের ২১ কোটি ৫৯ লাখ, কনফিডেন্স সিমেন্ট মিলস লিমিটেডের ২০ কোটি ৫৮ লাখ, লুব রেফ বাংলাদেশ লিমিটেডের ২০ কোটি ৫২ লাখ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এছাড়া ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সালভো কেমিক্যালসের ৯ দশমিক ৯৬ শতাংশ, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, আমান ফিড মিল লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, ফরচুন শুজ লিমিটেডের ৯ দশমিক ৮১ শতাংশ, সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৬৩ শতাংশ, খান বাহাদুর পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ২৫ শতাংশ, রানার অটোমোবাইলস লিমিটেডের ৯ দশমিক ২৪ শতাংশ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ারদর সাত দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১০ হাজার ৫৮৩ দশমিক ৪৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৫১টির এবং ৩৬টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৮৬ লাখ টাকা।