Print Date & Time : 17 April 2021 Saturday 9:04 pm

ডিএসইর ব্লক মার্কেটে ৪১০ কোটি টাকার লেনদেন

প্রকাশ: November 21, 2020 সময়- 11:17 pm

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বমোট ৪১০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সেদিন সবচেয়ে বড় লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। যার পরিমাণ ২৭০ কোটি টাকার বেশি।

তথ্যমতে, ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার ২ কোটি শেয়ার ২৭০ কোটি ৯০ লাখ টাকায় লেনদেন হয়েছে; যা ব্লক মার্কেটে লেনদেনের ৮৮ শতাংশ এবং ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৬১ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়। কোম্পানিগুলোর মোট ৩০ লাখ ৩৬ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২২ লাখ টাকা। এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্রমতে, কোম্পানিগুলোর ৬৪ লাখ ১৯ হাজার ৩৬৯টি শেয়ার ৮৪ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্রমতে, কোম্পানিগুলোর ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭৩৩টি শেয়ার ৫৫ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৬ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৪০ লাখ টাকার ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ২৬ হাজার ৪৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৭১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে এদিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।