প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিএসই: দর বৃদ্ধির শীর্ষে আইসিবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে  এসেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৭৮ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬৪ কোটি ২৬ লাখ এক হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে আছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।কোম্পানিটির দর বেড়েছে ২৪.৩৭ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ১ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৯ কোটি ২৮ লাখ পাঁচ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ২১ দশমিক ৭৪ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬২ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সে ২১ দশমিক ৬৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ২১ দশমিক ৩৩ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সে ১৯ দশমিক ৫২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ১৮ দশমিক ৯৩ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডে ১৮ দশমিক ৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সে ১৭ দশমিক ৮৯ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকে ১৭ দশমিক ১৭ শতাংশ দর বেড়েছে।