নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
তথ্যানুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৭৭ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। দিনজুড়ে ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ২১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ৭৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দিনশেষে অপরিবর্তিত ছিলো ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসইতে এক হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার পরিমাণ আগের দিন ছিল এক হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন বেড়েছে ৪৫০ কোটি ১৫ লাখ টাকা।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির মোট দুই কোটি ১৮ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিলো বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্স, জেনিন নেক্সট, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ,এনসিসি ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং বিবিএস।