নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) সব ধরনের সূচকের পতনের মধ্য দিয়ে কার্যদিবস শেষ হয়।
তথ্যানুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় সাত দশমিক ৫৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬১২ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক এক দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক তিন দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৫ দশমিক ৮৩ পয়েন্টে।
দিনজুড়ে ডিএসইতে ৩২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ১৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ১৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দিনশেষে অপরিবর্তিত ছিলো ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসইতে এক হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার পরিমাণ আগের দিন ছিল এক হাজার ২০ কোটি ২৯ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন বেড়েছে ১৩২ কোটি ১৫ লাখ টাকা।
দিনশেষে ডিএসইতে সবচেয়ে বেশী লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির এক কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে এর পরের অবস্থানে ছিলো কেয়া কসমেটিকস, একটিভ ফাইন কেমিক্যালস, স্যালভো কেমিক্যালস, সেন্ট্রাল ফার্মা, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাপোলো ইস্পাত এবং লংকাবাংলা ফাইন্যান্স।