Print Date & Time : 25 October 2021 Monday 11:19 pm

ডিজিটাল অর্থনীতি বিষয়ে হুয়াওয়ের ওয়েবিনার

প্রকাশ: August 4, 2021 সময়- 11:32 pm

সম্প্রতি অনুষ্ঠিত ‘অ্যাকসেলেরেট ডিজিটাল ইকোনমি ফর ইনক্লুসিভ ইন্টিগ্রেশন ইন এশিয়া প্যাসিফিক’ শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম তৈরি ও আঞ্চলিক সংহতির জন্য ডিজিটাল ক্ষেত্রের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান, যা বৈশ্বিক মহামারি মোকাবিলার এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়েবিনারে বক্তব্য দেন চীনে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জাউহারি ওরাতমাঙ্গুন, আসিয়ান সেক্রেটারিয়েটের আইসিটি ও ট্যুরিজম বিভাগের সহকারী পরিচালক ড. লি কুয়াং ল্যান, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জে চেন, সিঙ্গাপুর ন্যাশনাল কমিটি ফর প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এসআইএনসিপিইসি) চেয়ারম্যান ড. ত্যান খি জিয়াপ প্রমুখ। বিজ্ঞপ্তি