প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডিবিআইতে আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রশিক্ষণ

শেয়ার বিজ ডেস্ক : ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটে (ডিবিআই) ‘আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় সম্প্রতি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহ-সভাপতি হোসেন এ শিকদার ও বিশেষ অতিথি ডিসিসিআই’র মহাসচিব এএইচএম রেজাউল কবির। অনুষ্ঠানে ডিবিআই’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কাজী মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিসিসিআই’র মহাসচিব এএইচএম রেজাউল কবির কোর্সটির গুরুত্বারোপের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

কোর্সটির প্রশিক্ষক মাহবুব আহমেদ চৌধুরী, মো. মাহবুব আলম ও শঙ্কর কুমার রায় প্রশিক্ষণার্থীদের এ কোর্সে ভর্তি হওয়ার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ কোর্সে  ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।