প্রিন্ট করুন প্রিন্ট করুন

ডোপ টেস্টে ১০ মাস নিষিদ্ধ বাংলাদেশের পেসার শহীদুল ইসলাম

শেয়ার বিজ ডেস্ক: ডোপিং আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশের পেসার শহীদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরণেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই ডানহাতি পেসার।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

চলতি বছরের ৪ মার্চ ঢাকায় এই ডোপ টেস্টে অংশ নিয়েছিলেন শহিদুল ইসলাম। সেই নমুনায় নিষিদ্ধ ক্লোমিফিন নামক নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। তাই তাকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।এই নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের ২৮ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছে আইসিসি। সেই অনুযায়ী ২০২৩ সালের ২৮ মার্চ শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ।

নিষেধাজ্ঞা দেওয়ার সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে, ওষুধ আকারে এই নিষিদ্ধ বস্তু অনিচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করান শহীদুল। সাধারণত এটা থেরাপির জন্য চিকিৎসকরা ব্যবহারের পরামর্শ দেন। শহীদুলও জানিয়েছে, পারফরম্যান্স বর্ধক হিসেবে এটি ব্যবহার করেননি তিনি।

বর্তমানে ক্যারিবিয়ান সফরে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টিতে স্কোয়াডে ছিলেন শহিদুল ইসলাম। বাংলাদেশ দলের ক্যারিবিয়ান সফরে তিনি একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। অবশ্য ক্যারিবিয়ান সফরের শেষ ম্যাচেও মাঠে নামতে পারবেন না ডোপ টেস্টে পজিটিভ হওয়ায়।