প্রিন্ট করুন প্রিন্ট করুন

ঢাকায় ‘অ্যাসাসিন্স ক্রিড’

 

শোবিজ ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় গেম ‘অ্যাসাসিন্স ক্রিড’ এবার চলচ্চিত্র হয়ে আসছে রুপালি পর্দায়। অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিটি বিশ্বে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা ও প্রকাশনা প্রতিষ্ঠান ইউবিসফট তাদের গেমটিকে চলচ্চিত্রে রূপায়ণ করে। গেমের নামেই ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন কারজেল।

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে অ্যাসাসিন ও টেমপ্লারদের মধ্যে যুদ্ধ দেখানো হয়েছে, যেখানে অ্যাসাসিনরা স্বেচ্ছায় শান্তির জন্য যুদ্ধ করে আর টেমপ্লাররা ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।

ইউবিসফট মোশন পিকচার্সের প্রযোজনায় এ চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জার্মান অভিনেতা মাইকেল ফাসবেন্ডার। আরও থাকছেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কতিয়াহ, জেরেমি আয়রন্স, ব্রেন্ডন গ্লিসন ও কে উইলিয়ামস।

ইউবিসফটের সবচেয়ে ব্যবসাসফল গেম সিরিজ ‘অ্যাসাসিন্স ক্রিড’ থেকে ছয় পর্বের সিনেমা তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন নির্মাতারা। ডিজিটাল স্পাই জানিয়েছে, প্রথম দুই পর্বে মাইকেল ফাসবেন্ডার ও কনর ম্যাকহ্যানকে দেখা যাবে।

এ ছবির বাংলাদেশ প্রচারে সার্বিক সহযোগিতায় রয়েছে ‘গ্রামীণফোন স্টার প্রোগ্রাম’। স্টার গ্রাহকরা একটি টিকিট কিনলে বিনামূল্যে আরেকটি টিকিট পাবেন। এ বিশেষ অফার শুধু মুভিটি মুক্তির প্রথম এক সপ্তাহের জন্য প্রযোজ্য।