শোবিজ ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে ‘বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ উদ্যাপনে সাংস্কৃতিক বিনিময়ের প্রথম কর্মসূচি সফল করতে ইতোমধ্যে চীনের ৩৫ সদস্যের একটি সাংস্কৃতিক দল ঢাকায় পৌঁছেছে।
আজ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চীনা সাংস্কৃতিক দলের অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্যাং শি চাও। পাঁচদিন সফরের প্রথম দিন আজ প্রথম পরিবেশনায় অংশ নেবে অ্যাক্রোবেটিক, নৃত্য ও কণ্ঠশিল্পীদের দল। আগামীকালও জাতীয় নাট্যশালায় আরেকটি পরিবেশনায় অংশ নেবে সাংস্কৃতিক দলটি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পাদিত যৌথ ইশতেহারে ২০১৭ সালকে বাংলাদেশ ও চীনের ‘বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ হিসেবে ঘোষণা করেন।